Syed Monjurul Islam (Editor)

Syed Monjurul Islam

1 টি বই

লেখক পরিচিতি
তিনি অধ্যাপনা করেন ইংরেজি সাহিত্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একাডেমিক লেখালেখি ছাড়াও শিল্প-বিষয়ে প্রচুর লিখেছেন : তাঁর সর্বশেষ শিল্প-বিষয়ক বই মোহাম্মদ কিবরিয়া প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ছোটগল্পকার হিসেবে সৈয়দ মনজুরুল ইসলামের আত্মপ্রকাশ ১৯৭৪ সালে, বিচিত্রা-য় প্রকাশিত ‘বিশাল মৃত্যু’ গল্পটি দিয়ে। তারপর দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন। আশির দশকের শেষ দিকে বিচিন্তা-য় একটি গল্প প্রকাশের মধ্য দিয়ে তাঁর পুনরাবির্ভাব। তারপর নিয়মিত লিখছেন। এ পর্যন্ত ঢাকা ও কলকাতা থেকে চারটি গল্পগ্রন্থ বেরিয়েছে তাঁর। ২০০১ সালে প্রকাশ পায় আলো ও অন্ধকার দেখার গল্প। ২০০৫ সালে প্রকাশিত প্রেম ও প্রার্থনার গল্প প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার লাভ করেছে। সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

Syed Monjurul Islam (Editor) এর বই

Syed Monjurul Islam (Editor) এর 1টি বই আমাদের সংগ্রহে রয়েছে। বিখ্যাত লেখক Syed Monjurul Islam (Editor) এর সব বই ডাউনলোড করুন।