সৈয়দ শামসুল হক

Syed Shamsul Haque

6 টি বই

লেখক পরিচিতি
জন্ম : ২৭ ডিসেম্বর, ১৯৩৫
প্রয়াণ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬
পুরস্কার : আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, নাসরিউদ্দনি র্স্বণপদক, জেবেন্নুসা-মাহবুবউল্লাহ্ র্স্বণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, পদাবলী পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক এবং স্বাধীনতা পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

সৈয়দ শামসুল হক এর বই

সৈয়দ শামসুল হক এর 6টি বই আমাদের সংগ্রহে রয়েছে। বিখ্যাত লেখক সৈয়দ শামসুল হক এর সব বই ডাউনলোড করুন।