Faruque Chowdhury

Faruque Chowdhury

9 টি বই

লেখক পরিচিতি
জন্ম ১৯৩৪ সালের ৪ জানুয়ারি । ভারতসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব। ১৯৮৫ সালে সার্কের জন্মলগ্নে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের মহাসচিবের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে ব্র্যাকের পরিচালনা পর্ষদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বাের্ডের সদস্য। তাঁর লেখা বই-এর মধ্যে রয়েছে দেশ দেশান্তর’, ‘প্রিয় ফারজানা', 'নানাক্ষণ নানাকথা’, ‘স্বদেশ স্বকাল স্বজন’, ‘সময়ের আবর্তে’, ‘গতকাল সমকাল ইত্যাদি। তিনি একজন বিশিষ্ট কলাম-লেখক এবং আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক। জীনাত চৌধুরী তার সহধর্মিণী। তাঁদের এক পুত্র ও এক কন্যা।

Faruque Chowdhury এর বই

Faruque Chowdhury এর 9টি বই আমাদের সংগ্রহে রয়েছে। বিখ্যাত লেখক Faruque Chowdhury এর সব বই ডাউনলোড করুন।