বজলুর রহমান

Bazlur Rahman

1 টি বই

লেখক পরিচিতি
বজলুর রহমানের জন্ম ৭ জুন ১৯৫৪ ব্রাহ্মণবাড়িয়া জেলার মৈন্দ গ্রামে। সমাজের বঞ্চিত মানুষদের অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত আছেন চার দশকেরও বেশি সময় ধরে সমাজের পিছিয়ে পড়া চর্মকার সম্প্রদায় এবং রিকশা-শ্রমিকদের নিয়ে গড়েছেন সংগঠন। শ্রমজীবী মানুষের সঙ্গেই কাটে এই লেখকের দিনগুলাে। নিজের বাড়িতেই গ্রামের ছেলে-মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে গড়ে তুলেছেন কিন্ডারগার্টেন স্কুল। দিনের শুরু হয় ছােট্ট সােনামণিদের অ আ ক খ শুনতে শুনতে। আর দিনের শেষ হয় শ্রমজীবী মানুষের আড্ডা-গল্প আর সমাজ-সংস্কারের কাজের মধ্য দিয়ে। ব্যক্তিজীবনে বজলুর রহমান দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী ফজিলাতুন্নাহার বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

বজলুর রহমান এর বই

বজলুর রহমান এর 1টি বই আমাদের সংগ্রহে রয়েছে। বিখ্যাত লেখক বজলুর রহমান এর সব বই ডাউনলোড করুন।