নুরুল ইসলাম নাহিদ

Nurul Islam Nahid

1 টি বই

লেখক পরিচিতি
নুরুল ইসলাম নাহিদ ১৯৪৫ সালে ৫ জুলাই সিলেট জেলায় বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কসবা প্রাথমিক বিদ্যালয়, বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগােবিন্দ হাই স্কুল, সিলেট এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তার রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জীবন। একজন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে তিনি সকল মহলে স্বীকৃত। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও মুক্তিযােদ্ধা হিসেবে তাঁর গৌরবােজ্জ্বল ভূমিকা রয়েছে। সালে সিলেট জেলার গােলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা (সিলেট-৬) থেকে ১৯৯৬ এবং ২০০৮ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে নুরুল ইসলাম নাহিদ জাতীয় প্রাথমিক ও গণশিক্ষা পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট জাতীয় শিশু পরিষদ, শিশু কল্যাণ ট্রাষ্ট জাতীয় প্রেস কাউন্সিল প্রভৃতি বহু প্রতিষ্ঠানে জাতীয় সংসদের পক্ষ থেকে সদস্য মনােনীত হয়েছিলেন । তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নুরুল ইসলাম নাহিদ এর বই

নুরুল ইসলাম নাহিদ এর 1টি বই আমাদের সংগ্রহে রয়েছে। বিখ্যাত লেখক নুরুল ইসলাম নাহিদ এর সব বই ডাউনলোড করুন।